ম্যাচ শুরুর মাত্র ১১তম মিনিটেই রাকিব হোসেন ও শেখ মোরসালিনের নৈপুণ্যে ভারতের বিপক্ষে এগিয়ে গেলো বাংলাদেশ। মোরসালিনের গোলে শুরুতেই ভারতের বিপক্ষে লিড পেল বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বর্তমানে ১-০ গোলে এগিয়ে লাল সবুজরা।
বড় এ ম্যাচে শুরুর একাদশে ফিরছেন শমিত সোম ও শেখ মোরসালিন। তবে জায়গা হয়নি জামাল ভূঁইয়ার।
এশিয়ান কাপ বাছাইয়ের নিজেদের প্রথম দেখায় গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। এরপর থেকে বাংলাদেশের ফুটবলে নতুন এক যুগের সূচনা হয়েছে। হামজার পথ ধরে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছেন শমিত সোম, জায়ান আহমেদ, ফাহামিদুল ইসলামরা। মাঠের পারফরম্যান্সেও তার প্রভাব পড়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক