বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ শালুকগাড়ী এলাকায় তুষার (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তুষার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। তার বাবা শ্রী কৃষ্ণ সেনাবাহিনীতে চাকরি করেন এবং পরিবারসহ রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, তুষারের মা ছিলেন নানা বাড়িতে। মঙ্গলবার সকালে তার বাবা অফিসে গেলে বাসায় একাই ছিল তুষার। দুপুর ১২টার পর বাবা অফিস থেকে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন তুষার ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়। তুষারের মরদেহ পাশে একটি ছোট্ট চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল আমার মৃত্যুতে কেউ দায়ী নয়।
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সঙ্গে সঙ্গে থানা-পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শাজাহানপুর থানা-পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/আশফাক