চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতে নগরীতে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা পরিষদ। মিছিল শেষে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার সন্ধ্যায় হালিশহরের বড়পুল এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বন্দর রক্ষা পরিষদের ব্যানারে কয়েক শ মানুষ বড়পুল ওয়াপদা এলাকা থেকে মশাল মিছিল বের করেন। পরে মিছিলকারীরা সড়কে টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের অপারেশনে থাকা সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রয়োজন নেই। বর্তমানে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড কর্তৃপক্ষ টার্মিনালটি পরিচালনা করছে। এরই মধ্যে তারা কনটেইনার হ্যান্ডলিং বাড়াতে সক্ষম হয়েছে। দেশীয় ব্যবস্থাপনায় সুন্দরভাবে বন্দর পরিচালনা সম্ভব। এনসিটি ও সিসিটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। এখানে নতুন করে বিনিয়োগের প্রয়োজন নেই। এ দুটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে লাখ লাখ ডলার বিদেশে চলে যাবে এবং দেশে ডলার সংকট তৈরি হতে পারে।
বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক আবু সাঈদ হারুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলন চট্টগ্রামের আহ্বায়ক হাসান মারুফ রুমী। শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হুমায়ুন কবীর, মোজাহের হোসেন শওকত, মো. আবুল কালাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সুজন