গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে ২ শিশু নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চাপাইর ব্রীজের পশ্চিম পাশে তুরাগ নদে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হল- হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা রানী দাস (৪) এবং একই এলাকার তাপসের ছেলে তন্ময় মনি দাস (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিমা বিসর্জন উপভোগ করতে শিশু অঙ্কিতা রানী ও তন্ময় মনি দাস পরিবারের সাথে ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় উঠে। নৌকাটি বিকেল সাড়ে পাঁচটার দিকে তুরাগ নদের চাপাইর ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিন চালিত আরেকটি বড় নৌকার সাথে ধাক্কা লাগে। এতে মুহূর্তেই ডুবে যায় ইঞ্জিন চালিত ছোট ডিঙ্গি নৌকাটি। নৌকাটিতে থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন তীরে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু। নৌকা ডুবির পর পরই স্থানীয়রা নিখোজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালায়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে না আসায় এখনও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল (শুক্রবার) সকালে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।
বিডি প্রতিদিন/এএম