টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও মেলা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে শহরের আদালতপাড়া এলাকায় টোটাল অফিস সেন্টারে রুরাল ইনিশিয়েটিভ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মেলার উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্দকার ইলিয়াস হোসেন, কাওসার আহমেদ, আবুল বাশার লোকমান ও ইঞ্জিনিয়ার আহসান তালুকদারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের এগিয়ে নিতে এ ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মেলায় স্থানীয় উদ্যোক্তারা তাঁদের তৈরি বাঁশ ও বেতশিল্প, মৃৎশিল্প, তাত ও হস্তশিল্পসহ নানান ধরনের দেশীয় পণ্য ও খাদ্যসামগ্রী প্রদর্শন করেন। মেলা ঘুরে দেখতে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এ ধরনের আয়োজন তাদের নতুন প্রেরণা যোগাবে এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য দেশ-বিদেশে তুলে ধরতে সহায়ক হবে।
বিডি প্রতিদিন/জামশেদ