লালবাগের শহীদনগর নিজ বাসায় ছারপোকা মারার ওষুধ দেয়ার পর তার বিষক্ত গ্যাসে ভাঙ্গারী ব্যবসায়ী জীবন (৪০) মিয়ার মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার পাকিয়া পাড়া গ্রামের নুর ইসলাম এর ছেলে জীবন। বর্তমানে লালবাগের জেএস শাহা রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন।
গত ১ অক্টোবর ১১টার সময় বাসার সকল রুমে ছারপোকার ওষুধ দিয়ে ব্যবসার কাজে বেরিয়ে পড়েন জীবন।
পরিবারের অন্যান্য সদস্যরা গতরাতে আত্মীয়ের বাসায় রাত্রী যাপন করেন। বাসায় ভিকটিম জীবন একাই বুধবার রাতে নিজ কক্ষে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। পরদিন বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে স্বজনরা এসে তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রুমে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃতের বাবাসহ স্বজনরা এ সব তথ্য জানিয়েছেন।
মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন