লেবাননের দক্ষিণাঞ্চলীয় আল-মানসুরি এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তি ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে ধারণা করা হচ্ছে। হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। রবিবার স্থানীয় সময় এই তথ্য জানিয়েছে শাফাক নিউজ।
২০২৪ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। তবে চুক্তির পরও লিতানি নদীর দক্ষিণে এখনো আটটি স্থানে ইসরায়েলি সেনারা মোতায়েন রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ও পূর্ব লেবাননে প্রায় নিয়মিতভাবেই বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হচ্ছে।
লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৩৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৫০ জনের বেশি।
চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত লেবানন মোট ৪ হাজার ৫২৭টি ইসরায়েলি লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ৮৩৬টি বিমান হামলা, ১৯২টি আর্টিলারি আক্রমণ, ২৫৯টি স্থল অনুপ্রবেশ, ১১৭টি ধ্বংসযজ্ঞ, ১১৬টি দাহ্য অস্ত্র ব্যবহার, ৩৮৫টি বিস্ফোরণ এবং ৪৩৫টি গুলিবর্ষণসংক্রান্ত ঘটনা।
সূত্র: শাফাক নিউজ
বিডি প্রতিদিন/আশিক