সময়ের দুই সেরা টেনিস তারকা কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের ফাইনাল লড়াইয়ে উত্তেজনার কমতি ছিল না। তবে দু’বারের মতো এবারও শেষ মুহূর্তে এসে থেমে গেল আলকারাজের লড়াই। সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে সরাসরি সেটেই জয় তুলে নিলেন ইতালিয়ান তারকা সিনার। একই সঙ্গে ধরে রাখলেন নিজের এটিপি ফাইনালসের শিরোপা।
রবিবার রাতে ইতালির তুরিনে শীর্ষ দুটি বাছাইয়ের জমজমাট ফাইনালে সিনার জিতেছেন ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে। পুরো প্রতিযোগিতাজুড়ে কোনো ম্যাচ না হেরে অপরাজিতভাবেই দ্বিতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ শিরোপা ঘরে তুললেন ২৪ বছর বয়সী এই তারকা।
ইনডোর হার্ড কোর্টে সিনারের এই জয় তার টানা ৩১তম অপরাজিত ম্যাচ। শিরোপা নিশ্চিত করায় যোগ হয়েছে বিপুল অঙ্কের পুরস্কার—৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬১ কোটি টাকারও বেশি।
আলকারাজের বিপক্ষে ফাইনালে এখন পর্যন্ত ছয়বারের দেখায় এটি সিনারের দ্বিতীয় জয়। আর সব মিলিয়ে দুই জনের ১৬টি মুখোমুখির লড়াইয়ে এটি সিনারের ষষ্ঠ জয়।
টেনিসে চলতি বছরের পুরোটাতেই ছিল সিনার ও আলকারাজের দাপট। দুজন মিলে জিতেছেন মোট ১৪টি শিরোপা। এমনকি বছরের চারটি গ্র্যান্ড স্লামও নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন ইতালিয়ান ও স্প্যানিয়ার্ড দুই তারকা।
২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন সিনার। আলকারাজের হাতে উঠেছে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের ট্রফি।
এটিপি ফাইনালস জিতলেও অবশ্য বছর শেষের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পাননি সিনার। এই জায়গায় এক নম্বরেই রইলেন আলকারাজ।
সব মিলিয়ে ২০২৫ সালে ৬টি শিরোপা জিতেছেন সিনার। যা তার ক্যারিয়ারে এক বছরে দ্বিতীয় সেরা। এ বছর খেলা ১২টি টুর্নামেন্টের মধ্যে ১০টিতেই ফাইনালে উঠেছেন তিনি। অথচ ডোপিংয়ের দায়ে বছরের শুরু তিন মাস নিষিদ্ধ ছিলেন এই ইতালিয়ান।
বিডি প্রতিদিন/নাজিম