নেত্রকোনার হাওরে ভেসে ওঠা লাশের পরিচয় মেলেনি। খালিয়াজুরী থানার পুলিশ লাশের ময়না তদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার মর্গে পৌঁছার পর খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত লাশের ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ হতে পারে। লাশের শরীর ফুলে গেছে। আর ধারণা করা হচ্ছে হতে পারে ৪ থেকে ৫ দিনে আগে মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। তিনি জানান, বুধবার সন্ধ্যায় নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বল্লভপুর গ্রামের সামনের হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ওই এলাকার স্থানীয়রা লাশ ভাসতে দেখে পরে পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাম উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এএম