জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামী শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। এ তথ্য ঘোষণার পর ভোলার চরফ্যানে ইলিশের মৎস্যঘাটগুলোতে চলছে সচেতনতামূলক সভা ও সেমিনার।
ভোলার চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার শাহের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি উপজেলার প্রায় ১২টি মৎসঘাটে সচেতনতামূলক সভা-সেমিনার করেছেন। এ সময় অবরোধকালীন মাছ ধরা বন্ধ রাখার কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
ইউএনও রাসনা শারমিন মিথি জেলেদের উদ্দেশ্যে বলেন, নিষিদ্ধ সময় নদী থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়কারীর সর্বোচ্চ ৫লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
এদিকে, অবরোধের খবর শুনে ক্রেতারা ইলিশ কিনতে ছুটছে মৎস্যঘাটগুলোতে। ক্রেতারা বলেছেন, ইলিশের দাম স্বাভাবিক রয়েছে।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জয়ন্ত কুমার শাহ বলেন, এই উপজেলা প্রায় ৮০ হাজার জেলে নদীতে ইলিশ ধরে। এদের মধ্যে ২৪ হাজার জেলের নিবন্ধন রয়েছে। জেলেরা এখন অনেক সচেতন, তারা সরকারের দেওয়া আইন মেনে চলার চেষ্টা করে। আশা করি, এই আইন অমান্য করে কেউ নদীতে মাছ ধরতে যাবে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন