তাইওয়ান এখন রাশিয়া থেকে অপরিশোধিত তেলজাত পণ্য আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ফিনল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এই তথ্য দিয়েছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে তাইওয়ান রাশিয়া থেকে প্রায় ১.৩ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল আমদানি করেছে। এটা ২০২২ সালের তুলনায় প্রায় ছয়গুণ বেশি। ২০২৪ সালের প্রথম ছয় মাসের তুলনায় এ আমদানি বেড়েছে ৪৪ শতাংশ।
অপরিশোধিত তেল মূলত পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহৃত হয়। এটি থেকে প্লাস্টিক, সিন্থেটিক ফাইবার, কৃত্রিম রেজিনসহ নানা ধরনের শিল্পপণ্য তৈরি হয়। পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্পেও এটি একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল।
ভারতও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির বড় বাজার। চলতি বছরের প্রথমার্ধে ভারত রাশিয়া থেকে ১৪ লাখ টনের বেশি অপরিশোধিত তেল এনেছে। তবে সস্তা রাশিয়ান তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
তাইওয়ান শুরু থেকেই ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে। রাশিয়ার সামরিক কাজে যাতে তাদের প্রযুক্তি ব্যবহার না হয়, সে জন্য তাইওয়ান রপ্তানি নিয়ন্ত্রণও করেছে। তবে নিজেদের শিল্পের চাহিদা মেটাতে তারা সস্তা রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি চালিয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়ার তেল বিক্রি বন্ধ করতে। কারণ, এটি রাশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল