জাতীয় দলের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া আসরে মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই পরিকল্পনায় খেলেছিলেন চলতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে। তবে হাঁটুর চোটে এক ম্যাচ খেলেই থেমে গেল তার এবারের এনসিএল যাত্রা।
জানা গেছে, রিয়াদের ইনজুরি গুরুতর নয়, তবে দ্রুত সুস্থ হয়ে আগামী মাসেই অংশ নিতে পারেন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ আটলান্টা টি-২০তে। সে কারণেই এনসিএলের বাকি অংশে আর খেলা হবে না তার।
এনসিএলের এবারের আসরে ঢাকা মেট্রোর হয়ে মাঠে নেমেই নজর কেড়েছিলেন রিয়াদ। প্রথম ম্যাচে ২২ বলে ৪১ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। কিন্তু এরপর ২৭ সেপ্টেম্বরের সেই ম্যাচের পর আর মাঠে নামা হয়নি তার।
রিয়াদকে ছাড়া অবশ্য ধুঁকছে ঢাকা মেট্রো। প্রথম ম্যাচ জয়ের পর তার অনুপস্থিতিতে টানা দুই ম্যাচে হার দেখে নাঈম শেখের দল। তবে আজ (৩০ সেপ্টেম্বর) চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। সাদমান ইসলাম ও আইচ মোল্লার ব্যাটে সিলেট ডিভিশনকে ২৩ রানে হারিয়েছে ঢাকা মেট্রো।
বিডি প্রতিদিন/মুসা