কক্সবাজারে গতকাল ৮০ হাজার ইয়াবাসহ চার কারবারিকে আটক করেছে বিজিবি। তারা হলেন- টেকনাফের সাত্তার আমীন (৪৬), আবদুল মালেক (৩৮), ফয়েজ উল্লাহ (১৯) ও মাহমুদুল আমিন (২৭)। উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, যাত্রীবাহী বাসে মরিচের গুঁড়ার বস্তায় ছয়টি প্যাকেটে ৬০ হাজার ইয়াবা ও নাফ নদে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।