বাগেরহাটের ফকিরহাট-রামপাল-মোংলা সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল ফকিরহাটের শিরীন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সেবা দেওয়া হয়। এসব রোগীকে চক্ষু চিকিৎসাসেবা হিসেবে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। এ ছাড়া ছানি ও নেত্রনালী অপারেশনের জন্য ২০০ রোগী বাছাই করা হয়েছে।