ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকায় গতকাল অভিযান চালিয়ে পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করে বিজিবি। পরে হবিগঞ্জ বিজিবি ক্যাম্পে নিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ ক্রিম-লোশনসহ নানা ধরনের কসমেটিক্স, জিরা, ব্লেড, চকলেট উদ্ধার করা হয়। এসব পণ্যের বাজারমূল্য সাড়ে ৫ কোটি টাকা। গতকাল ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।