গুগল ম্যাপ দেখে কুমিল্লার বুড়িচংয়ে প্রেমিকের বাড়িতে হাজির হয়েছে এক কিশোরী। এদিকে প্রেমিকা আসার খবর পেয়ে প্রেমিক তুষার পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার খারেরা চরের বাড়ি এলাকায়। জানা যায়, গাজীপুরের শ্রীপুর পুরানবাজার এলাকার ১৪ বছর বয়সি হাবিবা আক্তার বুধবার গুগল ম্যাপের মাধ্যমে পথনির্দেশনা অনুসরণ করে প্রেমিক তুষারের বাড়িতে চলে আসে। হাবিবা একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।’ ওসি আজিজুল হক জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।