যৌতুকের টাকায় কেনা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়েছেন স্বামী। তিন মাস ধরে খোঁজ নেন না। অবশেষে অটোরিকশা ও স্বামীকে না পেয়ে তিন বছরের দেবরকে নিয়ে লাপাত্তা ভাবি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জোতমোড়া গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম রিনা খাতুন (৩২)। তিনি ওই এলাকার আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং গোপালগঞ্জের কাসেম মোল্লার মেয়ে। কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। উদ্ধার অভিযান চলছে।