ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপি প্রার্থী এম এ মান্নানের মনোনয়ন পরিবর্তনের দাবিতে গতকাল মশাল মিছিল করছে জেলা বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের কর্মী-সমর্থকরা। একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবি জানান। শিবগঞ্জে গতকাল বিএনপির একাংশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অধ্যাপক শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিল করে সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।