আসামের গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। ভারত ও শ্রীলঙ্কা দুই দেশই বিশ্বকাপের যৌথ আয়োজক। বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বিশ্বকাপে। ২০২২ সালে নিউজিল্যান্ডে প্রথমবার খেলেছিলেন নিগার সুলতানারা। তিন বছর আগে প্রথমবার অংশ নিয়েই পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। নিগারদের এবারের স্বপ্ন পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষেও জয়। নিগার বাহিনীর বিশ্বকাপ শুরু আগামীকাল। কলম্বোয় নিগারদের প্রতিপক্ষ পাকিস্তান। এবারের বিশ্বকাপে দলে তারুণ্যের প্রাধান্য বেশি। দেশ ছাড়ার আগে দলের কোচ সারোয়ার ইমরান দুই জয়ের কথা বলেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ভালো করার সুযোগ রয়েছে। ভালো করার সুযোগ রয়েছে অন্যান্য দলের সঙ্গেও। আমরা প্রতিপক্ষ কোনো দলকে বড় করে দেখছি না। প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলব। তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ হচ্ছে কলম্বোয় গিয়ে কোচ সারোয়ার ইমরান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মাইল্ডস্ট্রোকে আক্রান্ত হলে তার বাঁ পা অবশ হয়ে যায়। এজন্য প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাাতালে নেওয়া হলে এক দিন ভর্তি থাকতে হয় তাঁকে। গতকাল অনুশীলনে ফিরলেও তিনি অংশ নেননি। তবে সারোয়ার ভালো আছেন বলে জানিয়েছেন নারী দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো ২ অক্টোবর পাকিস্তান, ৭ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে।
নারী বিশ্বকাপ শুরু ১৯৭৩ সালে। এবারের আসর ১৩তম। আগের ১২ আসরে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চারবার ইংল্যান্ড ও একবার চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। আগের ১২ আসরের তুলনায় এবারের আসরটি একেবারে ভিন্ন। এবারই প্রথম নারী বিশ্বকাপের দলগুলো ছাড়া আম্পায়ারদের সবাই নারী। বাংলাদেশের সাথিরা আক্তার জেসি আম্পায়ারিং করবেন এ আসরে। আগের আসরগুলোর তুলনায় এবার প্রাইজমানিও বেশি। ২০২২ সালের তুলনায় এবারের প্রাইজমানি ২৯৭ শতাংশ বেশি। বিশ্বের যে কোনো নারী টুর্নামেন্টে এটা সর্বোচ্চ। আট দলের টুর্নামেন্টের প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ, রানার্সআপ দল ২৭ কোটি ১৩ লাখ, সেমিফাইনালিস্ট ১৩ কোটি ৫৬ লাখ, পঞ্চম-ষষ্ঠ দল ৮ কোটি ৪৮ লাখ টাকা এবং সপ্তম ও অষ্টম দল পাবে ৩ কোটি ৩৯ লাখ টাকা। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ৩ কোটি ২ লাখ টাকা করে। এবারের বিশ্বকাপের জন্য দুই মাস ধরে প্রস্তুতি নিয়েছেন নিগাররা। এত দীর্ঘ সময় প্রস্তুতি পুরুষ জাতীয় দলও কখনো নেয়নি। প্রস্তুতি ক্যাম্প চলাকালীন নিগার বাহিনী বিদেশি কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলেনি। পাকিস্তান ম্যাচের আগে নারী অধিনায়ক নিগার বলেন, ‘আমরা দ্বিতীয়বারের মতো আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে খেলব। নিঃসন্দেহে এটা একটা দারুণ টুর্নামেন্ট হবে। আমরা ভীষণ উচ্ছ্বসিত ও আশাবাদী। এবার যেন বিশেষ কিছু করতে পারি, সেটাই প্রত্যাশা। ওয়ানডে বিশ্বকাপে আমাদের প্রথম খেলার অভিজ্ঞতা তিন বছর আগে নিউজিল্যান্ডে। সেই অভিজ্ঞতা আমাদের চোখ খুলে দিয়েছিল। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে ইতিহাস গড়েছি।’