পীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন এবং রানীশংকৈল পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও-৩ আসনে ভোটের মাঠে রয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থী। এর মধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন- পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আহম্মেদ আনোয়ার, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন ও রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ওয়াদুদ বিন নুর আলিফ। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, এনসিপির প্রার্থী যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ। বিএনপি নেতা জাহিদুর ইসলাম বলেন, ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। পরে দলের সিদ্ধান্ত মতে পদত্যাগ করি। আশা করছি, দল আমাকে মনোনয়ন দেবে। জামায়াত নেতা মিজানুর রহমান বলেন, ১৭ বছর সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। এবার আশা করছি সবার অংশগ্রহণে সুষ্ঠু ভোট হবে। জামায়াত নিয়ে জনগণের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এনসিপির প্রার্থী গোলাম মুর্তজা সেলিম বলেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব তরুণদের হাতে থাকুক এটা জনগণ চায়। সারা দেশে তরুণ্যের গণজোয়ার বইছে।