আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ ফিরুক, তাতে আপত্তি নেই, তবে তাদের বিচার আগে হতে হবে। গণতন্ত্রের সুরক্ষায় সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বিকালে ফেনী শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চেয়ারম্যান আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে অন্ধকার নেমে আসবে। নির্বাচন নিরপেক্ষ করার জন্য সরকার ও প্রশাসনকে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এবি পার্টির চেয়ারম্যান শহরের জগন্নাথ, জয়কালী, গুরুচক্র মন্দিরসহ ৯টি মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।