বাংলাদেশের যারা ক্ষুদ্র এবং মাঝারি ধরনের উদ্যোক্তা তারাই মূলত বাংলাদেশের অর্থনীতির কর্মচাঞ্চল্যতা ধরে রাখেন মন্তব্য করে শিল্প উপদেষ্টা বলেছেন, বিসিকের উন্নয়নে চেষ্টা চালানো হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ইতোমধ্যে প্লট বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে। গতকাল বরিশালের বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে একথা বলেন তিনি। শিল্প উপদেষ্টা বলেছেন, বিসিক শিল্পনগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাদের জায়গা দেওয়া হবে। এর আগে উপদেষ্টা গতকাল সকালে বরিশাল সার্কিট হাউস পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, বিসিকের উপব্যবস্থাপক নজরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।