জেলা ও উপজেলা প্রশাসনে নবম গ্রেডের পদ সৃষ্টি ও এসব পদে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি।
এখানে উল্লেখ্য, চলতি বছর জেলা প্রশাসক সম্মেলনে মধ্য মেয়াদি ৫ নম্বর সিদ্ধান্ত হিসেবে জেলা ও উপজেলা প্রশাসনে নবম গ্রেডের পদ সৃষ্টি ও এসব পদে সংশ্লিষ্টদের মধ্য থেকে পূরণের উদ্যোগ গ্রহণের কথা বলা হয়। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে দায়িত্ব দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৭ আগস্ট জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট বিষয়ে অর্থ বিভাগে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানা গেছে।
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পক্ষ থেকে গত ২৯ সেপ্টেম্বর সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য জনপ্রশাসনের সিনিয়র সচিবের কাছে একটি আবেদন করা হয়েছে।