রাজধানীর গুলশান লেকের পাশে সাইদুল ইসলাম সৌরভ নামে ছাত্রদলের এক নেতা ও মধ্য বাড্ডা এলাকার কমিশনার গলিতে মামুন শিকদার নামে এক গাড়িচালককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। মাদারীপুরের শিবচর থেকে সৌরভ হত্যার আসামি মো. শামীমকে (২৫) গ্রেপ্তার করা হয়। পটুয়াখালী মির্জাগঞ্জ মজিদ বাড়িয়া শাহ মসজিদ এলাকা থেকে মামুন হত্যার আসামি মো. মেহেদী হাসান হৃদয়কে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ নভেম্বর মাদক বিক্রির টাকার লেনদেন ও পূর্ব শত্রতার জেরে গুলশান ৫৫ নম্বর রোডের লেকের পাশে ছুরিকাঘাতে খুন হয় পটুয়াখালীর ছাত্রদল কর্মী সৌরভ।
পরে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে হত্যাকাে জড়িত শামীম মাদারীপুরের শিবচরে আত্মগোপনে আছে। সেখান থেকে গতকাল শামীমকে গ্রেপ্তার করা হয়।
মো. রাকিব হাসান আরও জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে গাড়িচালক মামুন শিকদারকে গুলি করে হত্যার আসামি হৃদয়কে পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।