ফ্রান্সের নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত নকোসিনথি ইমানুয়েল নাথি মেথেথওয়াকে প্যারিসের একটি অভিজাত হোটেল থেকে অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পরেই তার মরদেহ উদ্ধার করা হয়।
প্যারিসের প্রসিকিউটররা সিএনএন-কে এই খবর নিশ্চিত করেছেন।
প্রসিকিউটর কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্যারিসের হায়াট হোটেলের ঠিক নিচে তার মরদেহ পাওয়া যায়। রাষ্ট্রদূত মেথেথওয়া ওই হোটেলের ২২ তলায় একটি ঘর বুক করেছিলেন। প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে ঘরের সুরক্ষিত জানালাটি জোর করে খোলা হয়েছিল। ঘটনাস্থলে একজন ডিউটি ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
প্রসিকিউটর কার্যালয় অনুযায়ী, মেথেথওয়ার স্ত্রী সোমবার তাঁকে নিখোঁজ ঘোষণা করেন। জানান, তিনি রাষ্ট্রদূতের কাছ থেকে একটি অস্বস্তিকর বার্তা পেয়েছিলেন।
হায়াট গ্রুপ অফ হোটেলস এবং হায়াট রিজেন্সির সাথে সিএনএন যোগাযোগ করলেও তারা এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে গভীর দুঃখ ও অনুশোচনার সঙ্গে মেথেথওয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। রাষ্ট্রদূতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, আমার কোনো সন্দেহ নেই যে তাঁর প্রয়াণ কেবল একটি জাতীয় ক্ষতি নয়, আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও তা অনুভূত হচ্ছে।
৫৮ বছর বয়সী নাথি মেথেথওয়া ২০২৩ সালের ডিসেম্বরে ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।
বিডি প্রতিদিন/নাজমুল