অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, সিলেট কর্তৃক প্রতিষ্ঠিত “নৈশ বিদ্যালয়–নাইট স্কুল” এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় স্কুল উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি সভাপতি আয়াজ আলম ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম, সমাজকর্মী জালাল হোসেন শাহেদ, সমাজসেবক দিনার মিয়া, আশরাফিয়া দরবার শরীফের সৈয়দ মিজবাহুল হোসেন শাহজাদা আশরাফি, ব্যবসায়ী রহিম মিয়া, সমাজসেবক হাবিব মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত