খলিলুর রহমান মহিলা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ ও লেখক অধ্যক্ষ আবু তৈয়বের ৫ম গ্রন্থ ‘সন্তান বেড়ে ওঠার পথে শিক্ষায় যত্ন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে কলেজের মিলনায়তনে প্রকাশনা কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ অধ্যক্ষ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও অধ্যাপক ভগীরথ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা কমিটির সচিব অধ্যাপক জাহিদুর রহমান। উদ্বোধনী বক্তব্য বক্তব্য রাখেন শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব প্রফেসর এওয়াইএমডি জাফর আহমেদ।
বক্তব্য রাখেন গেস্ট অব অনার চবির প্রফেসর ড. আবদুল গফুর, চবির ফ্যাইনেন্স বিভাগের ডিন প্রফেসর ড. ছালেহ জহুর, উপাধ্যক্ষ হাসিনা খানম, প্রধান আলোচক ছিলেন অধ্যাপক আবু তাহের চৌধুরী। আরও বক্তব্য রাখেন পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক সামশুল ইসলাম সিদ্দীক, অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল চক্রবর্তী ও জয়নাল আবেদিন প্রমুখ। শুরুতে লেখকের সংক্ষিপ্ত জীবনের উপর ভিডিও ক্লিপ দেখান অধ্যাপক ইমরান মাহমুদ। সংগীত পরিবেশন করেন অধ্যাপক পিন্টু কুমার ঘোষ।
প্রফেসর এওয়াইএমডি জাফর আহমেদ বলেন, অভিজ্ঞতাজাত জ্ঞান ও ধারণা দিয়েই ব্যক্তি,পরিবার, রাষ্ট্র সমাজ এগিয়ে থাকে। সেই এগিয়ে থাকায় বই-ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চবির প্রফেসর ড. আবদুল গফুর বলেন, মায়ের গর্ভ থেকে শুরু করে শিশু বিকশিত হয়ে মানুষ হয়ে উঠার জন্য প্রতিধাপের আমাদের অভিভাবকের ধারণা থাকতে হবে। সেই ধারণা এই বই থেকে পাওয়া যায়।
চবির ফ্যাইন্যান্স বিভাগের ডিন প্রফেসর ড. ছালেহ জহুর বলেন, লেখক আধুনিক সময়ের বিভিন্ন শিক্ষা দার্শনিক, মনো-সামাজিক বিজ্ঞানীদের তথ্য-উপাত্ত দিয়ে অভিজ্ঞতাজাত ও গবেষণালব্ধ বিষয়কে সুখপাঠ্য করে বইটি লিখেছেন, তাই বইটি সবারই ভালো লাগবে।
বইয়ের লেখক অধ্যক্ষ আবু তৈয়ব অনুভূতি প্রকাশ করে বলেন, খলিলুর রহমানের মতো শিক্ষাবান্ধব শিল্পপতির অনুপ্রেরণা ও সহযোগিতা এবং সহকর্মীদের আন্তরিকতায় বইটি প্রকাশ করা সম্ভব হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করে এ বইটি তাহার জন্য উৎসর্গ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই