কখনোই পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না উত্তর কোরিয়া বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম সন জিয়ং। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে এই তথ্য জানান তিনি।
কিম সন জিয়ং বলেন, পারমাণবিক কর্মসূচি ত্যাগের দাবি উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও অস্তিত্বের অধিকার ছিনিয়ে নেওয়ার সমতুল্য। উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না।
কিম সন জিয়ং বলেন, পারমাণবিক অস্ত্রের অধিকার আমাদের দেশের সংবিধানে সুরক্ষিত এবং এটি আলোচনার কোনও বিষয় নয়। তিনি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, এই মহড়া কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে।
উল্লেখ্য, ২০১৮ সালের পর প্রথমবারের মতো পিয়ংইয়ংয়ের পাঠানো কোনও সরকারি কর্মকর্তা হিসেবে নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণ দিয়েছেন কিম সন। ওই বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক সফর করেছিলেন।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/শআ