যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা নতুন সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ত্রিনিদাদ ও টোবাগো।
শুক্রবার (১৪ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে ত্রিনিদাদ ও টোবাগো।
ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেন থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত মাসে মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার ফায়ারিং রেঞ্জের মধ্যে মহড়ার জন্য ত্রিনিদাদে চার দিনের জন্য নোঙর করেছিল। এ ঘটনাকে উস্কানিমূলক আখ্যায়িত করেছিল ভেনেজুয়েলা।
কারাকাস দাবি করেছে, এই অঞ্চলে সাম্প্রতিক মার্কিন সামরিক তৎপরতা আসলে তাদের বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের একটি চক্রান্ত। মাদুরোকে অবৈধ নেতা এবং মাদক সম্রাট বলে মনে করে ওয়াশিংটন।
ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন মেরিন কর্পস ২২তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সঙ্গে যৌথ প্রশিক্ষণ মহড়া ১৬ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এটি আমাদের দীর্ঘ দিনের সহযোগিতার পরম্পরার অংশ হিসেবেই হচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকায় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে। মাদক চোরাচালানের অভিযোগে ২১টি নৌকায় হামলা চালিয়ে কমপক্ষে ৮০ জনকে হত্যা করেছে দেশটি।
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/বাজিত