ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটি সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার তাকে বহনকারী সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র 'অন্যান্য দেশের মতো' পারমাণবিক পরীক্ষা শুরু করবে। তবে এটি পূর্ণাঙ্গ পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ অন্তর্ভুক্ত করবে কি না তা নিশ্চিত করেননি।
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। এর মাধ্যমে দেশটি ৩৩ বছর বিরতির ফের পারমাণবিক পরীক্ষা করতে যাচ্ছে।
এদিকে, ট্রাম্প নিশ্চিত করেছেন, সৌদি আরব লকহিড মার্টিনের তৈরি বিপুল সংখ্যক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে চায়। বিষয়টি তিনি বিবেচনা করছেন।
ট্রাম্প বলেন, তারা অনেক বিমান কিনতে চায়। আমি বিষয়টি দেখছি। তারা আসলে এফ-৩৫ যুদ্ধবিমানের চেয়েও বেশি শক্তি সম্পন্ন যুদ্ধবিমান কিনতে চায়।
তবে এ বিষয়ে উদ্বেগও রয়েছে পেন্টাগনের। একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি হলে চীন প্রযুক্তিটি পেয়ে যেতে পারে।
ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে হোয়াইট হাউজে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত কয়েকটি চুক্তিও সই হতে পারে।
সূত্র: সামাটিভি
বিডি-প্রতিদিন/এমই