বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী ধর্ম নিয়ে অপপ্রচার করছে।
মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার মহাপ্রভুর জিউর আখড়া মন্দিরে (পূজা মণ্ডড) পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, ওই গোষ্ঠীটি কিন্তু পূজার বিরোধী ছিল। এখন তারা হিন্দু হওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপি সবসময়ই হিন্দুদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম