বাংলাদেশ ব্যাংক রাজধানীর সেনা কল্যাণ ভবনে প্রস্তাবিত সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি/ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’-এর জন্য অফিস স্পেস বরাদ্দ দিয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, ‘সেনা কল্যাণ ভবনের ১৭ তলায় দুই হাজার ৩৩৬ বর্গফুট জায়গা রেজিস্টার্ড অফিস হিসেবে বরাদ্দ করা হয়েছে।’
গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই জায়গা বরাদ্দ দেন। এখান থেকেই ভবিষ্যতে ব্যাংকের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হবে।
চেয়ারম্যান পদে কারা থাকবেন—এ বিষয়টি নিয়েও আলোচনা চলছে। প্রাথমিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান-কে ইউনাইটেড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। তবে এটি এখনও চূড়ান্ত নয়; বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।
একীভূতকরণের ফলে নতুন ব্যাংকটির শাখা সংখ্যা ৭৬০টিতে উন্নীত হবে।
একইসঙ্গে পাঁচ ব্যাংকের বর্তমান কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সেবা অব্যাহত থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং শাখা সংযুক্তিকরণের কারণে গ্রাহকসেবায় কোনো বিঘ্ন ঘটবে না।
অর্থনীতিবিদদের মতে, এই একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি বড় পদক্ষেপ। এটি একদিকে যেমন খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করবে, অন্যদিকে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখবে।
তবে শেয়ারহোল্ডারদের স্বার্থ, ব্যবস্থাপনা কাঠামো এবং প্রযুক্তিগত সমন্বয়—এসব বিষয় এখনো সমাধানের পর্যায়ে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ইউনাইটেড ইসলামী ব্যাংকের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করতে আরও কিছু প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সব কিছু সম্পন্ন হলে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/একেএ