পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাবনা-পাকশী সড়কের সাহাপুর এলাকায় এবং দুপুরে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) পাকশী আবাসিক এলাকায় মুচিপাড়া মন্দিরের সামনের সড়কে অপর দুর্ঘটনা ঘটে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, পাবনা রুপপুর আঞ্চলিক সড়কে পাবনা থেকে রুপপুরগামী সিএনজি অটোরিকশা যোগে কিশোরী মনিরা খাতুন রুপপুর যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি সাহাপুর মন্ত্রী মোড় এলাকায় ব্রেক করলে মনিরা ছিটকে পড়ে শ্যালো ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনিরা খাতুন ( ১৬) ঈশ্বরদীল চর কুরুলিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসএসসি (এমও) মমতাজ পারভীন জানান, এখানে আনার পর পরই রোগীটি মারা যায়।
অপরদিকে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আবাসিক এলাকা মুচিপাড়া মন্দিরের সামনের সড়কে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম পিয়ারুল ইসলাম লাল (১০)। সে সাঁড়া ঝাউদিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে। পিয়ারুলের মা ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, পুলিশ কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/হিমেল