২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতালে ৬১ জন সিনিয়র স্টাফ নার্সদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সংগঠন জেলা শাখা কর্তৃক ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতাল চত্বরে বিএম ভবনে আযোজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।
বিএনএ সংগঠনের সভাপতি মোসাম্মাৎ কুহিনুর বেগমের সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স রুনা আক্তারে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাব সভাপতি ডা. মোকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকতার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতালের আরএমও ডা. শাহীনুর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মমতাজ বেগম, উপ-সেবা তত্ত্বাবধায়ক শিরিয়া খানম, বিএনএ সংগঠনের সাধারণ সম্পাদক নাছিমা বেগম, সহ-সভাপতি শেফালী আক্তার, নার্সিং সুপার ভাইজার মো. জাকির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা খন্দকার শফিকুর রহমান, হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল মোমেনসহ বিএনএ ব্রাহ্মণবাড়িয়ার সকল সদস্য ও নার্সিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই