বরিশাল আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেলে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. শরিফউদ্দীনসহ ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
টুর্নামেন্টে বরিশাল জেলার ১০ উপজেলার ১০টিসহ সিটি কর্পোরেশনের দল অংশ নেবে। প্রথম খেলায় বাকেরগঞ্জ উপজেলা দলকে ২-১ গোলে হারিয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলা দল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা ও রানার আপ দল পাবে ৫০ হাজার টাকা।
বিডি প্রতিদিন/নাজমুল