মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন ব্যবস্থার অধীনে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ১২০ জন ইরানি চলতি সপ্তাহে দেশে ফিরবেন।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইরান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক কর্মকর্তা হোসেইন নৌশাবাদী তাসনিম সংবাদ সংস্থাকে বলেন, “পরবর্তী কয়েকদিনের মধ্যে ১২০ জনকে দেশে ফেরত পাঠানো হবে।”
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০ ইরানিকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন অভিবাসন পরিষেবা। এদের অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। সূত্র: রয়টার্স, এপি, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/একেএ