বেইজিং ওপেনের ফাইনালে উঠলেন ইয়ানিক সিনার। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনরকে ৬-৩, ৪-৬, ৬-২ সেটে হারিয়েছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। প্রায় আড়াই ঘণ্টার লড়াই শেষে ফাইনাল নিশ্চিত করলেন তিনি।
ডি মিনরের বিপক্ষে এটি ছিল সিনারের ১১তম ম্যাচ। পূর্বের মতো এবারও জয় নিয়ে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন তিনি। পুরো ম্যাচে ১২টি ব্রেক পয়েন্টের মধ্যে ১১টিই বাঁচান সিনার, ৭টির মধ্যে ৩টিতে ব্রেক জিতে নেন এই তারকা।
প্রথম সেটে ছয় নম্বর গেমে ব্রেক নিয়ে ৪-২ এগিয়ে যান সিনার। সপ্তম গেমে দুটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে ৫-৩ এ লিড নেন এবং শেষ পর্যন্ত সেট জেতেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেটে লড়াই জমে ওঠে। কয়েকবার সুযোগ পেলেও ব্রেক নিতে ব্যর্থ হন সিনার।
শেষ পর্যন্ত ৬-৪ গেমে সেট জিতে নেন ডি মিনর। ফলে ম্যাচ গড়ায় তৃতীয় সেটে। শেষ সেটে শুরু থেকেই দাপট দেখান সিনার। প্রথম গেমে ব্রেকের পর টানা ৩-০ ব্যবধানে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৬-২ গেমে জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেন এই ইতালিয়ান তারকা। শিরোপার লড়াইয়ে সিনারের সম্ভাব্য প্রতিপক্ষ লেয়ারনেন টিয়েন অথবা দানিয়েল মেদভেদেভ।
বিডি প্রতিদিন/নাজিম