অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। অনুশীলনের সময় মুখে আঘাত পেয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার রাচিন রাভিন্দ্রা।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সোমবার অনুশীলনের সময় ক্যাচ নিতে গিয়ে বাউন্ডারির পাশে থাকা হোর্ডিংয়ে ধাক্কা খান এই বাঁহাতি ক্রিকেটার। এতে তার মুখ কেটে যায়। ঘটনার পর পরই তাকে চিকিৎসা দেওয়া হয়।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছর লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজের ম্যাচেও ক্যাচ নিতে গিয়ে চোট পান রাভিন্দ্রা। তখন ফ্লাডলাইটের আলোয় বলের অবস্থান ঠিকভাবে বুঝতে না পেরে কপালে আঘাত পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণে সিরিজের বাকি ম্যাচ এবং পরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও খেলা হয়নি তার।
ইতোমধ্যেই ইনজুরির কারণে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেছেন বেশ কয়েকজন নিয়মিত সদস্য, যার মধ্যে রয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টনারও। স্কোয়াডে পাঁচ থেকে ছয়জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার অনুপস্থিত। এখন সেই তালিকায় যোগ হতে পারেন রাচিন রাভিন্দ্রাও।
নতুন করে পাওয়া এই চোট কেবল রাভিন্দ্রার নয়, গোটা দলের জন্যই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বুধবার, মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। পরের দুই ম্যাচ হবে শুক্রবার ও শনিবার।
বিডি প্রতিদিন/মুসা