মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মাঘে উড়াং (৪১) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
তিনি বলেন, সোমবার বিকালে ব্যাটালিয়নের দেবলছড়া বিওপির সদস্যরা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রমের অভিযোগে বটতলীপাড়া এলাকা থেকে মাঘে উড়াংকে আটক করেন।
কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আটকের পর তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদকদ্রব্যের প্রবেশ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কেএ