পূজা মণ্ডপ পরিদর্শনকালে ভক্ত ও পূজারীদের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশির দল। বিএনপি জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেলে সকল ধর্মাবলম্বী মানুষের শান্তি, নিরাপত্তা, ধর্ম-কর্ম পালনের স্বাধীনতা এবং মূল্যবোধ ও সংস্কৃতির চর্চার অধিকার সুনিশ্চিত করবে।
মঙ্গলবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলে প্রিন্স।
এমরান সালেহ প্রিন্স পূজা মণ্ডপ ঘুরে ঘুরে উপস্থিত ভক্ত ও পূজারীদের দুর্গা পূজার শুভেচ্ছা জানান। এ সময় তিনি বিভিন্ন মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত