‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় বরিশালে টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা হয়েছে।
মঙ্গলবার বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় টাইফয়েড টিকা বিষয়ক উপস্থাপনা, টিকা সম্পর্কিত গুজব, বিগত টিকা সম্পর্কে ধারণা, টিকা রেজিস্ট্রেশনের ভিডিও প্রদর্শন, ল্যাপটপের মাধ্যমে টাইফয়েড টিকা রেজিস্ট্রেশনের ব্যবহারিক অনুশীলন এবং উপজেলাভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে সেশন পরিচালনা করা হয়।
কর্মশালায় জানানো হয়, বরিশালে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৭১৫টি। এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৪ লাখ ৬১ হাজার ৯১৭টি টিকা এবং কমিউনিটি পর্যায়ে ২ লাখ ৩৬ হাজার ৭৯৮টি টিকা ৪ হাজার ৩৬৫টি কেন্দ্রে প্রদান করা হবে। টাইফয়েড টিকা গ্রহণে ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে টিকা পাওয়ার জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের টিকা প্রদান করা হবে।
বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে ও ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, গণযোগাযোগ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মু’মেন, সিভিল সার্জন এস এম মনজুর-এ-এলাহি, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আহসান কবীর, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. শাকিলুজ্জামান, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/কেএ