দেশব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে সব ধর্মের মানুষ সমমর্যাদায় বসবাস করছে। এখানে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। তৃতীয় কোনো পক্ষ এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে দলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে দেবনা। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়—আমরা সবাই এ দেশের নাগরিক। সবারই ধর্ম পালনের সমান অধিকার রয়েছে।’
বিএনপি নেতা বলেন, ‘আমার জানা মতে, এ বছরের শারদীয় দুর্গাপূজা এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেউ ষড়যন্ত্র করে ধর্মীয় ঐক্য নষ্ট করতে পারবে না।’
পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতারা, উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ