টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য থেকে হতাশ লিওনেল মেসি। শেষ বাঁশি বাজার পর কারো সঙ্গে শুভেচ্ছা বিনিময় না করেই গটগট করে ড্রেসিংরুমে ফিরে যান আর্জেন্টাইন মহাতারকা। কারণ, তাঁর দল ইন্টার মায়ামি এক রুদ্ধশ্বাস গোলবন্যার ম্যাচে ৫-৩ গোলে হেরে গেছে শিকাগো ফায়ারের বিপক্ষে।
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে বুধবার (বাংলাদেশ সময়) ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আট গোলের নাটকীয়তায় জয় পায় শিকাগো। একইসঙ্গে ২০১৭ সালের পর প্রথমবারের মতো নিশ্চিত করে এমএলএস প্লে-অফ।
ম্যাচের প্রথমার্ধেই ৩-১ গোলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। শিকাগোর হয়ে গোল করেন ডি’আভিলা (১১’), জোনাথন ডিন (৩১’) ও কৌয়ামে (৪৩’)। মায়ামির একমাত্র গোল আসে রোমান আভিলেসের পা থেকে (৩৯’)।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মায়ামি। লুইস সুয়ারেজ ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করে ম্যাচে ফেরার আভাস দেন। তবে শিকাগোর জাস্টিন রেনল্ডস (৮০’) ও ব্রায়ান গুতিরেজ (৮৩’) ম্যাচের ভাগ্য গড়ে দেন চূড়ান্তভাবে।
ম্যাচে মেসি দুটি ফ্রি কিক ও একটি শট নেন, যার একটি পোস্টে লেগে ফিরে আসে। তবে গোলের দেখা পাননি।
এই হারে মায়ামির এমএলএস সাপোর্টার্স শিল্ড জয়ের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। তাদের ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট, যেখানে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট। ফিলাডেলফিয়া একটি ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত।
বিডি প্রতিদিন/মুসা