চ্যাম্পিয়নস লিগে টানা সাত জয়ের পর হঠাৎ ছন্দপতন লিভারপুলের। ঘরোয়া লিগে হারের তিন দিনের মধ্যেই ইউরোপিয়ান মঞ্চেও হার দেখতে হলো আর্নে স্লটের দলকে।
মঙ্গলবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে গালাতাসারাইয়ের ঘরের মাঠে ১-০ গোলে হেরে গেছে ইংলিশ জায়ান্টরা। তুর্কি চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন।
এই ইস্তাম্বুলের মাঠেই ২০ বছর আগে 'মিরাকল অব ইস্তাম্বুল' রচনা করেছিল লিভারপুল—চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে পড়েও ফিরে এসে শিরোপা জিতেছিল তারা। কিন্তু এবার সেই মাঠই যেন হয়ে উঠল তাদের দুঃস্বপ্নের মঞ্চ।
ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিল লিভারপুল। ১৪ মিনিটে প্রতিপক্ষের গোললাইন ক্লিয়ারেন্স থেকে শুরু হওয়া এক পাল্টা আক্রমণে গালাতাসারাইয়ের ফরোয়ার্ড ইলমিজ বক্সে ফাউলের শিকার হন, ফলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ১৬ মিনিটে স্পট কিক থেকে গোল করেন ওসিমেন।
লিভারপুল কোচ আর্নে স্লট শুরুতে একাদশে রাখেননি দলের দুই প্রধান ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও আলেক্সান্দার ইসাককে। দ্বিতীয়ার্ধে তাদের নামানো হলেও গোলের দেখা পায়নি অল রেডরা।
ম্যাচের শেষদিকে একবার পেনাল্টির সুযোগ পেয়েছিল লিভারপুল, কিন্তু ভিএআরের সহায়তায় সেটি বাতিল হয়ে যায়।
বিডি প্রতিদিন/মুসা