জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, তথ্যপ্রযুক্তি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিকাশে এখন পুরো বিশ্ব প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। ভবিষ্যতে এ নির্ভরতা আরও বাড়বে। তাই কর্মসংস্থানের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান, বিশেষ করে তথ্যপ্রযুক্তির শিক্ষা অপরিহার্য।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)-তে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
প্রফেসর আমানুল্লাহ বলেন, তথ্যপ্রযুক্তি ও বিদেশি ভাষায় দক্ষতার অভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা চাকরির বাজারে পিছিয়ে পড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে স্নাতক সম্মান কোর্সে আইসিটি ও ইংরেজি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বৈশ্বিক চাহিদা পূরণের লক্ষ্যে কলেজ শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
তিনি বলেন, সিএসই শিক্ষাক্রম তৈরি, শিক্ষার্থীদের বিকাশমান প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং এসএসপির সঙ্গে যুক্ত করার কাজ চলছে। এসব কাজে আইসিটি খাত সংশ্লিষ্টদের পরামর্শ চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর হওয়ায় তাদের আধুনিক তথ্যপ্রযুক্তি শিক্ষা প্রদানে সহায়তা করার জন্য আইসিটি খাত সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।
কর্মশালার সমাপনী সেশনে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।
বিডি প্রতিদিন/জামশেদ