কার্যক্রম নিষিদ্ধ বংশাল থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম (৪৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে তাকে আটক করা হয়। মাহবুব আলম পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি।
তিনি ওই ইউনিয়নের ছোটডালিমা গ্রামের সুন্তু মোল্লা ওরফে সন্দর আলী মোল্লার ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মোল্লার ছোট ভাই। সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপির ঘনিষ্ঠজন হিসেবেও তার পরিচিতি রয়েছে। এছাড়া তিনি সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর তত্ত্বাবধানে 'বঙ্গবন্ধুর আত্মজীবনী' গ্রন্থ রচনাকারী প্যানেলের সদস্য পুলিশের এসআই সাইফুল ইসলামের আপন চাচা।
ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বংশাল থানার একটি মামলায় তাকে ঢাকা সিএমএম আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ