শিশু ক্যান্সার সচেতনতা মাস সেপ্টেম্বর উপলক্ষে ক্যান্সার এওয়ারনেস ফাউন্ডেশন অফ বাংলাদেশ (CAFB) এক মানবিক ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এর শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগে চিকিৎসাধীন অসহায় শিশুদের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করেছে সংস্থাটি।
ফাউন্ডেশনের মহাসচিব ডা. মোহাম্মদ মাসুমুল হক অধ্যাপক ডা. বেলায়েত হোসেনের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। অধ্যাপক বেলায়েত হোসেন শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে দুজন ক্যান্সার জয়ী শিশুকে এক বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সেই সঙ্গে উপস্থিত সকল শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের মুখে হাসি এনে দেয়।
অধ্যাপক বেলায়েত হোসেন বলেন, ‘আমাদের দেশে শিশু ক্যান্সারের চিকিৎসায় অন্যতম বড় বাধা হলো অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব। অনেকেই প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসার বদলে অপচিকিৎসার দিকে ঝুঁকেন, ফলে রোগ জটিল পর্যায়ে পৌঁছায়। ফাউন্ডেশনটির এই অনুদান অনেক শিশু রোগীর জন্য আশার আলো হয়ে উঠবে।’
ক্যান্সার এওয়ারনেস ফাউন্ডেশনের মহাসচিব ডা. মোহাম্মদ মাসুমুল হক বলেন, ‘শিশুদের ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। অনেক দরিদ্র পরিবার মাঝপথেই চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হয়। আমরা কেবল আর্থিক সহায়তা নয়, ভবিষ্যতে শিশুদের মানসিক ও শিক্ষাগত উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতেও কাজ করব। সমাজের প্রতিটি মানুষের উচিৎ এই শিশুদের পাশে দাঁড়ানো।’
এই মহতী উদ্যোগ শিশু ক্যান্সার রোগীদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। একই সঙ্গে সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনকে এমন সেবামূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ