রাজধানীর বাংলামোটরে অবস্থিত ওয়াটারফল কনভেনশন হলে বাংলাদেশের গ্রাজুয়েট ফার্মাসিসদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের র্যালি, আলোচনা সভা এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সংগঠনের সভাপতি মো. আজিবুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশের ফার্মা প্রফেশন নিয়ে বক্তব্য রাখেন প্রফেসর ডা. মো. সেলিম রেজা, ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডা. মো. আকতার হোসেন, পরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এবং হেড অফ ফার্মাকো ভিজিলেন্স টিম, মো. আসিফ হাসান, উপ পরিচালক, ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ, প্রফেসর ডা. মো. আমিরুল ইসলাম, চেয়ারম্যান, ফার্মেসি বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ, চেয়ারম্যান, ফার্মেসি বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, তানবীর আশরাফ, কান্ট্রি ডিরেক্টর এবং ব্যবস্থাপনা পরিচালক, হ্যালিয়ন বাংলাদেশ লিমিটেড, মো. সাইফুল আমিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, বায়োফার্মা লিমিটেড, মোঃ আশরাফুল আলম, জেনারেল ম্যানেজার, প্রোডাকশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মো. রিয়াজুল ইসলাম, সিনিয়র হাসপাতাল ফার্মাসিস্ট।
ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মো. আজিবুর রহমান বলেন,বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ ফার্মাসিস্ট ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসেবে কর্মরত, ইন্ডাস্ট্রিতে নিয়োজিত সকল ফার্মাসিস্টদের বেতন কাঠামো পরিবর্তন এবং জীবন মান উন্নয়নে প্রাইভেট প্রতিষ্ঠানের মালিক গণের আরো যত্নশীল হতে হবে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ সরকার এবং প্রাইভেট প্রতিষ্ঠানের মালিকদের প্রতি ৬ দফা দাবি তুলে তুলে ধরেন এবং তার দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ