মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন উপজেলা সন্দ্বীপকে নিয়ে চট্টগ্রাম-৩ আসন। এ আসনে এবার মনোনয়ন চাইছেন বিএনপির আট নেতা। তারা হলেন- দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, নির্বাহী কমিটির অপর দুই সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন ও তারিকুল আলম তেনজিং, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক ছাত্রদল নেতা রফিউদ্দিন ফয়সাল। আসনটির জন্য জামায়াতে ইসলামী কয়েক মাস আগেই উত্তর জেলা সভাপতি আলাউদ্দিন শিকদারকে প্রার্থী ঘোষণা করেছে। কয়েক মাস আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী। প্রার্থী হিসেবে তার নামও আছে আলোচনায়। ইসলামী আন্দোল বাংলাদেশ থেকে ফজলুল হাজেরা কলেজের সাবেক শিক্ষক যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. আমজাদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জুবায়েরের নাম প্রার্থিতার আলোচানায় রয়েছে। এ ছাড়া ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এবং এবি পার্টি থেকে আতাউর রহমান নূরের নামও আলোচিত হচ্ছে।
এ আসনে আওয়ামী লীগের দৃশ্যমান রাজনৈতিক তৎপরতার অনুপস্থিতিতে নির্বাচনি আলোচনা মূলত বিএনপি ও জামায়াতকে ঘিরেই চলছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনবারের সাবেক এমপি মোস্তফা কামাল পাশা বলেন, সন্দ্বীপের উন্নয়ন বিশেষ করে যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নতি আমার অনেক দিনের স্বপ্ন। নির্বাচিত হলে এই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করব।
জামায়াত প্রার্থী আলাউদ্দিন শিকদার বলেন, যাতায়াত সমস্যা সমাধানের পাশাপাশি সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং চিকিৎসা- শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করব। দ্বীপের চতুর্দিকে রিং বাঁধ দিয়ে আকর্ষণীয় পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে।