রাজধানীর কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে আজ দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত প্রতীকী হরতাল কর্মসূচি পালন করবে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। এ বিষয়ে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আবদুর রহিম বলেন, ‘দুটি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলনে পুলিশ নিরাপত্তা সহযোগিতা না করে উল্টো আন্দোলন স্থান ত্যাগ করার জন্য ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছে। গ্রেপ্তারের হুমকি, এমনকি তারা মিছিল-সমাবেশ করতে বাধাও দিচ্ছে। ভূমি মন্ত্রণালয় বি-টিম বানিয়ে ভাসানটেক প্রকল্পে তাদের দেওয়া অবৈধ দখলদারদের দিয়ে আমাদের কর্মকাে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।